হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীত ঋতু পরে কোকিল কুহরে
বসন্তে পুলক জাগে,
তরুর শাখায় বিহগেরা গায়
ফুল ফুটে ফুলবাগে।


বসন্ত আসিল কুসুম ফুটিল
ফুলশাখে ফুলকলি,
মধু আহরনে কুসুম কাননে
ছুটে আসে যত অলি।


দিঘি ভরা জল রোদে ঝলমল
মরাল মরালী ভাসে,
ফুটেছে কমল শত শতদল
অলিদল ধেয়ে আসে।


দূরে মাঠ ছাড়ি ছুটে গরুগাড়ি
নদীঘাটে এসে থামে,
অজয়ের চরে বেনারসী পরে
গাড়ি হতে বধূ নামে।


দিবা অবসানে পশ্চিমের পানে
রবি যায় অস্তাচলে,
কহিল লক্ষ্মণ শুন দিয়া মন
কবিতারা কথা বলে।