হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীত চলে গেছে বসন্ত এসেছে
ফুল ফুটে ফুল বনে,
লাল রবি হাসে গুঞ্জরিয়া আসে
অলি মধু আহরণে।


রাঙাপথে চলে বধূরা সকলে
জল নিতে নদীঘাটে,
গাঁয়ে যত ছেলে সকালে বিকেলে
ব্যাট বল খেলে মাঠে।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
যাত্রীদল পার হয়,
অজয়ের জল অতি সুশীতল
বসন্তে হাওয়া বয়।


দিবা অবসানে পশ্চিমের পানে
আলোক লুকায় রবি,
শীত সমাপন কবি শ্রীলক্ষ্মণ
আঁকে কবিতায় ছবি।