হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতের বিদায় আর শীত নাই
বসন্তের আগমনী,
তার আগমনে ফুল ফুটে বনে
পাখিদের গান শুনি।


নয়ন দিঘিতে আসে জল নিতে
এ গাঁয়ের যত মেয়ে,
দিঘি ভরা জল ফুটেছে কমল
আসে অলিদল ধেয়ে।


আঙিনার পরে সোনা রোদ ঝরে
আজি আর নাহি শীত,
তরুর শাখায় বিহগেরা গায়
শুনি বসন্তের গীত।


নদীঘাট কাছে বটগাছ আছে
তরুশাখে পাখি গায়,
কাব্যের কাণ্ডারী লক্ষ্মণ ভাণ্ডারী
লিখে কবি কবিতায়।