বসন্তের আগমনে ..... সবুজের অভিযান
বসন্তের সবুজ কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্ত আসিল আজি এই বসুধায়,
মন্দগতি সমীরণ বহিছে প্রভাতে।
সজ্জিত আম্রমুকুল আম্রের শাখায়,
বসন্তের দূত গায় আম্রকাননেতে।

রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
দিঘিজলে হাঁসগুলি করে কোলাহল।
বাসন্তী হাওয়া লাগে লালপাড় শাড়ি,
জল নিতে আসে ঘাটে বধূরা সকল।

বসন্তের আগমনে ফুল ফুটে বনে,
ফুলশাখে ফুলকলি ফুটিল সকলি।
রাশিরাশি ফুটে ফুল কুসুম কাননে,
গুঞ্জরিয়া ফুল বনে আসে যত অলি।

সারাদিন করে খেলা অজয়ের চরে,
নদীঘাটে আসে যত শালিকের দল।
ধবল বলাকা এক ছোট মাছ ধরে,
অজয়ের বারি ধারা বহে কল কল।