হালকা শীতের আভাস .......বসন্তের শুনি আহ্বান
বসন্তের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্ত আসিল কোকিল গাহিল
শীত হলো সমাপন,
বসন্ত আহ্বানে পাখিদের গানে
বসন্তের আগমন।


গ্রাম্যপথ বাঁকে আম্র তরুশাখে
শোভিছে আম্র মুকুল,
বসন্ত পবনে পলাশের বনে
ফুটেছে পলাশ ফুল।


অজয়ের বাঁকে শালবন থাকে
আছে মহুয়ার বন,
মহুয়া নেশায় নাচে আর গায়
যত সাঁওতালগণ।


পথে সারি সারি চলে গরুগাড়ি
ছাড়িয়া পূবের মাঠ,
গাড়ি এসে থামে যাত্রীদল নামে
পার হয় নদীঘাট।


অজয়ের চরে সোনা রোদ ঝরে
আজিকে সকালবেলা,
দেবীর মন্দিরে সবে ভিড় করে
জুটে লোকজন মেলা।


নদী কিনারায় সবে বসে খায়
খিচুড়ি মহা প্রসাদ,
কহিল লক্ষ্মণ বন্দিনু চরণ
পুরে যেন মনোসাধ।