বসন্তে বাসন্তী পূজা (বিসর্জন পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাসন্তী দেবীর পূজা খ্যাত চরাচরে,
মর্ত্যবাসী ধরাধামে দেবীপূজা করে।
বিজয়া দশমী আজি দেবী বিসর্জন,
সিঁদুর খেলায় মাতে যত নারীগণ।


শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে ঢাকঢোল,
প্রতিমা ভাসান কালে মহা কলরোল।
মাটির প্রতিমা হয় জলে নিমজ্জন,
বাসন্তী দেবীর আজি কৈলাস গমন।


বর্ষে বর্ষে আসে পূজা মহা ধূমধাম,
বাসন্তী দেবীর পূজা মেতে উঠে গ্রাম।
আবার আসিও মাগো ডাকি বারেবার,
একটি বর্ষের তরে প্রতীক্ষা আবার।


বাসন্তী দেবীর পূজা আজি সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।