বসন্তে বাসন্তী পূজা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাসন্তী দেবীর পূজা খ্যাত চরাচরে,
মর্ত্যবাসী ধরাধামে দেবীপূজা করে।
সাজায় মঙ্গল ঘট আম্রশাখা রাখি,
সশীষ ডাবের সাথে নববস্ত্র ঢাকি।


মন্দিরেতে পুরোহিত বসিয়া আসনে,
করিছেন মন্ত্র পাঠ শুদ্ধ ভক্তি মনে।
ধূপ দীপ শঙ্খ ঘন্টা বরণের ডালা,
ধান্য দূর্বা বিল্বপত্র প্রসাদের থালা।


ঘৃতের প্রদীপ জ্বলে, পুড়ে ধূপবাতি,
ঢাকীরা বাজায় ঢাক উঠে সব মাতি।
নব সাজে শিশু সব মন্দির প্রাঙ্গনে,
সকলেই নৃত্য করে হরষিত মনে।


পূজান্তে সকলে করে অঞ্জলি প্রদান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।