বসন্তে বাসন্তী পূজা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বসন্তে বাসন্তী পূজা মহা ধূমধাম,
সকলেই আসি করে দেবীর প্রণাম।
সুসজ্জিত ফুলমালা মন্দির প্রাঙ্গণে,
পুরোহিত মন্ত্রপাঠ করে একমনে।


সম্মুখে মঙ্গল ঘট তাতে আম্রশাখা,
শঙ্খ ঘণ্টা ধূপ দীপ ফুলমালা রাখা।
ধান্য দূর্বা গঙ্গা জল সুগন্ধি চন্দন,
ঘৃত মধু বিল্ব পত্রে দেবীর পূজন।


ঢাকঢোল কাঁসি বাজে দেবীর মন্দিরে,
সকলেই পুষ্পাঞ্জলি দেয় ভক্তিভরে।
হোমযঞ্জ পূজাপাঠ শাস্ত্রের বিধান,
যূপকাষ্ঠে ছাগশিশু দেয় বলিদান।


পূজান্তে প্রসাদ ভোগ হয় বিতরণ,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।