বৃষ্টি নামে টুপুর টাপুর ....... প্লাবনে ভাসে দুইকুল
আমার বর্ষণসিক্ত কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ের দিবসেতে
                       বৃষ্টি ঝরে অবিরাম,
অজয়ের প্লাবনেতে
                     ভেসে যায় সারাগ্রাম।


জল ঝরে সারাদিন
                   জলে ভরা চারিধার,
অশনি ভরা বিজুলি
                   মেঘ কালো অন্ধকার।


অজয়ের প্লাবনেতে
                    ভেসে যায় বাড়িঘর,
রিম ঝিম বৃষ্টি পড়ে
                     বারি ঝরে ঝর ঝর।


অজয়ে ডেকেছে বান
                       নদীজলে উঠে ঢেউ,
খেয়াঘাটে নাহি মাঝি
                      কূলে আজি নাহি কেউ।


আষাঢ়ে বাদল ঝরে
                        নদীবাঁধ ভেঙে যায়,
লিখিল লক্ষ্মণ কবি
                        আষাঢ়ের কবিতায়।