আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে নদীজল ঢুকে গ্রামে
নদীবাঁধ ভেঙে গেছে আজি,
নদীতে প্রবল ঢেউ কূলে আজি নাহি কেউ
তরী বেঁধে চলে গেছে মাঝি।


নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
হাঁসগুলি করে কোলাহল,
জলে ভিজে চাষী আসে দাঁড়ায় বটগাছ পাশে
কূল বধূ নিয়ে যায় জল।


সারাদিন মাঠে মাঠে চাষীদের বেলা কাটে
ঘরে ফেরে সাঁঝের বেলায়,
অবশেষে সন্ধ্যা নামে আমাদের এই গ্রামে
জ্বলে দীপ তুলসী তলায়।


সারাদিন বারি ঝরে রিমঝিম শব্দ করে
বৃষ্টি পড়ে মুষল ধারায়,
আষাঢ়ে বাদল ঝরে মাঠ ঘাট জলে ভরে
লিখিল লক্ষ্মণ কবিতায়।