বিশ্বকবির শুভ জন্মদিন......... আজি পঁচিশে বৈশাখ
বিশ্বকবির ১৬২তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি
আমার লেখা একগুচ্ছ কবিতা (দ্বিতীয় অধ্যায়)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বিশ্বের কবি রবি ঠাকুর
তোমায় জানাই প্রণাম,
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি
তব পবিত্র জন্মধাম।


পঁচিশে বৈশাখ পূণ্য দিবসে
এলে তুমি ধরাধামে,
রচিলে কত গীতি ও কবিতা
রবীন্দ্র সংগীত নামে।


প্রাণের ঠাকুর হে রবি কবি!
তুমি যে বাংলার কবি,
পঁচিশে বৈশাখে তীব্র দাবদাহে
চির উদ্ভাসিত রবি।


দুই বাংলার জাতীয় সংগীত
তোমারই তো অবদান,
বিশ্বের কবি হে রবি ঠাকুর
তোমায় জানাই প্রণাম।


বিশ্বের মাঝারে গাহিলে হে কবি
বঙ্গ জননীর জয়গান,
রচিলে হে কবি গীতাঞ্জলি কাব্য
রাখিলে জাতির মান।


এসো এসো কবি হে বিশ্বকবি!
আসুক পঁচিশে বৈশাখ,
বিশ্ববাসী সবে ডাকে বারেবার
শুনিতে পাও কি ডাক?


বিশ্ব বরেণ্য হে বিশ্বের কবি
কবিগুরু লহ প্রণাম,
সারা বিশ্বজুড়ে সবার হৃদয়ে
আছে লেখা তব নাম।


******************
Show quoted text
******************


বিশ্বকবির শুভ জন্মদিন......... আজি পঁচিশে বৈশাখ
লহ কবি প্রণাম (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


হে কবি! রবীন্দ্রনাথ তুমি কবিগুরু,
কাব্যের জগতে তুমি কবি কল্পতরু।
অজস্র কবিতা আর লিখেছেন গান,
নোবেল বিজয়ী তুমি, বাংলার মান।


বিশ্বকবি নামে তুমি খ্যাত চরাচরে,
রবীন্দ্র সংগীত শুনি মন যায় ভরে।
গীতিনাট্য, ছোটগল্প, অজস্র নাটক,
গীতাঞ্জলি কাব্য পাঠ করেন পাঠক।


পঁচিশে বৈশাখ আসে নব কলেবরে,
চির উদ্ভাসিত রবি দিব্য দিবাকরে।
প্রণাম তোমায় কবি, হে রবি ঠাকুর,
রচিলে কবিতা আর গানে দিলে সুর।


******************


বিশ্বকবির শুভ জন্মদিন......... আজি পঁচিশে বৈশাখ
লহ কবি প্রণাম (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বাংলার কবি বাঙালির কবি
তুমি যে বিশ্বের কবি,
বাংলার আকাশে বাংলার বাতাসে
চির উদ্ভাসিত রবি।


মনের গহনে প্রাণের স্পন্দনে
রচিলে কবিতা গান,
বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
তোমায় জানাই প্রণাম।


বাংলার মাটি বাংলার জল
বাংলার মানুষ জন,
সবাকারে তুমি ভালবাসা দিয়ে
করিলে তব আপন।


হে বিশ্ব বরেণ্য তুমি কবিপ্রতীম
দিলে কাব্য গাঁথা মালা,
তব সুমধুর গানে দিলে সুর
সাজালে গানের ডালা।


আসে দেখো ওই পঁচিশে বৈশাখ
দিকে দিকে শুনি আহ্বান,
হে বিশ্বের কবি তুমি রবি ঠাকুর
তোমারে জানাই প্রণাম।


******************


বিশ্বকবির শুভ জন্মদিন......... আজি পঁচিশে বৈশাখ
লহ কবি প্রণাম (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শুভ জন্মদিন পঁচিশে বৈশাখে
কবিগুরু লহ প্রণাম,
বিশ্বকবি তুমি দিকে দিকে শুনি
বিশ্বজয়ী তব নাম।


তুমি বিশ্বকবি কবিশ্রেষ্ঠ রবি
তুমি কবি বসুধায়,
তব বন্দনায় তরুর শাখায়
নিত্য পিকদল গায়।


হে কবিপ্রতীম তুমি কবিগুরু
লিখিলে কবিতা কত,
তোমার কবিতা ধরার সবিতা
জ্বলে ওঠে অবিরত।


বিশ্বকবি তুমি তোমারে প্রণমি
তুমি যে কবির সেরা,
তোমার গৌরবে গর্বিত সকলে
প্রণাম জানাই মোরা।


প্রণাম তোমায় হে কবি মহান
তুমি যে প্রাণের কবি,
ভালবাসা দিয়ে বেঁধেছো সবারে
তুমি যে প্রভাত রবি।


পঁচিশে বৈশাখে হেরি তরুশাখে
পাখিদের কলরবে,
শুভ জন্মদিন বাজিতেছে বীন
রইবে কবি নীরবে।


তুমি বিশ্বকবি তোমারে প্রণমি
কবিগুরু রবিঠাকুর,
লিখিলে যে কত কাব্য গীতিমালা
দিলে সুমধুর সুর।


বিশ্বকবি তুমি তুমি কবিগুরু
দেশে দেশে তব নাম,
নোবেল বিজয়ী হে কবি মহান
তোমারে জানাই প্রণাম।


এ বিশ্ব মাঝারে দিলে সবাকারে
হৃদয়ের ভালবাসা,
তোমারে লভিয়া ধন্য বিশ্ববাসী
জাগে নব নব আশা।


হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রীষ্টান
জাতি ধর্ম নির্বিশেষে,
রাখী উত্সবে দিলে বাঁধি রাখী
সবাকারে ভালবেসে।


এই ভারতের মহা মানবের
সাগরের তীরে কবি,
জাতিভেদ ভুলে মাতিল সকলে
দেখি মিলনের ছবি।


মানুষেরে তুমি ভালবাসা দিয়ে
করিলে হৃদয় জয়,
বিশ্বের কবি তুমি কবিগুরু
তোমার হউক জয়।


ওই যে আসিছে ভৈরব হরষে
এসো পঁচিশে বৈশাখ,
মোহ কালিমা সব দূরে যাক
মিলে যাক মিশে যাক।


দিনে দিনে কত লিখিলে কবিতা
কত কাব্য কত গান,
বিশ্বকবি তুমি হে রবি ঠাকুর
জানাই কবি প্রণাম।
******************
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা
ইউটিউবে প্রকাশিত আমার দুটি কবিতা


এসো হে পঁচিশে বৈশাখ


কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


https://www.youtube.com/watch?v=7X8Xm8XZQOM
আবৃত্তি : অঞ্জনা
https://www.youtube.com/watch?v=gf-MEhWMX5g
আবৃত্তি: বিন্দু