অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের পাশে বহিছে অজয়,
প্রভাত পাখিরা গায় সমীরণ বয়।
পূবাকাশে রবি হাসে ছড়ায় কিরণ,
গাছে গাছে পাখিদের মধুর মিলন।


নদীর ঘাটের কাছে বটের ছায়ায়,
রবিবারে হাটুরেরা দোকান সাজায়।
রাঙাপথ সোজা চলে গেছে নদীঘাট,
অজয়ের নদীচরে বসে আজি হাট।


সারাদিন হাট বসে সকলি বিকায়,
দিবা অবসান হলে হাট ভেঙে যায়।
যাত্রীসব দলে দলে রাঙাপথ ধরে,
বেচাকেনা করে সব চলে নিজ ঘরে।


নির্জন নদীর ঘাটে আঁধার ঘনায়,
শালবন পাশে ওই চাঁদ দেখা যায়।
নদীর ঘাটের কাছে নির্জন শ্মশান,
অজয়ের কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।