অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ধারা সদা বয়ে চলে,
অবিরত কুলু কুলু কত কথা বলে।
নদীঘাট সুশীতল পাখি গীত গায়,
নদীজলে যাত্রীদল পার হয়ে যায়।


রাঙাপথ ধরে আসে কত গরুগাড়ি,
পার হয়ে যায় নদী রাঙাপথ ছাড়ি।
নদীবাঁকে কাঁটাবন, জন্মেছে ধুতুরা,
জল নিয়ে ঘরে চলে গাঁয়ের বধূরা।


অজয় নদীর ঘাটে চায়ের দোকান,
সিগারেট বিড়ি আর থাকে মিঠাপান।
যাত্রীদল সকলেই এসে ভিড় করে,
কেহ আসে কেহ যায় সারাদিন ধরে।


দিবা অবসানে ঘাটে নামে অন্ধকার,
পাখি সব কলরব করে চারিধার।
পূর্ণিমার চাঁদ উঠে আকাশের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।