অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর ঘাটে পূবে রবি হাসে,
গাঁয়ের বধূরা সব জল নিতে আসে।
সরু গলি পথ বেয়ে রাঙাপথ ধরে,
কলসীতে জল ভরে বধূ চলে ঘরে।


অজয়ের চরে ঝরে সোনালী কিরণ,
গাছে গাছে পাখিদের মধুর মিলন।
রাখালের বাজে বাঁশি রাখালিয়া সুরে,
সেই সুর মিলে যায় দূরে বহু দূরে।


নদীতীরে হাট বসে প্রতি রবিবারে,
লোকজন জমায়েত হয় চারিধারে।
চারিদিকে হাঁকডাক মহা কোলাহল,
সন্ধ্যা হলে ঘরে যায় হাটুরের দল।


নদী তটে বট শাখে পাখিদের বাসা,
যতনেতে বাঁধে তাই বাসা হয় খাসা।
পাখিরা বাসায় ফেরে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তাঁর।