অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নদীঘাটে হাট বসে প্রতি রবিবার,
দোকানবাজার বসে তটে চারিধার।
কেউ কিনে রাঙাশাড়ি গামছা চাদর,
সব্জির বাজার করে চলে নিজ ঘর।


নদীঘাটে হাট বসে প্রতি রবিবারে,
সারাদিন বেচাকেনা অজয়ের পারে।
সুশীতল নদীজল সদা বয়ে চলে,
ধোপারা কাপড় কাচে অজয়ের জলে।


গাঁয়ের বধূরা আসি জলে করে স্নান,
নদীতটে গাছে গাছে পাখিদের গান।
শালিকের দল এসে নিত্য করে খেলা,
অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা।


বেলা ডুবে যায় তটে নামে অন্ধকার,
আকাশেতে তারকারা ফুটে চারিধার।
পূর্ণিমার চাঁদ উঠে আকাশের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তাঁর কবিতায়।