শ্রাবণে নামিল বাদলধারা...অজয় বহিছে পাগলপারা
অজয় নদে এল বান (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সবুজ ছায়ায় ঘেরা আমাদের গ্রাম,
শ্রাবণে বাদল ধারা ঝরে অবিশ্রাম।
গুরু গুরু ডাকে মেঘ ঘন বরষায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।


সরু অলি গলিপথে বাঁশ বন বেয়ে,
কাঁখেতে কলসী লয়ে আসে যত মেয়ে।
দিঘি জলে স্নান করে গাঁয়ের বধূরা,
দিঘি পাড়ে নিম গাছ বনের ধুতুরা।


জল কাদা পথে হাঁটে হরিহর রায়,
মাথায় ছাতাটি ধরে বিদ্যালয়ে যায়।
গাঁয়ের পথের ধারে হীরুর দোকান,
বেগুনি সিঙারা বেচে আর বেচে পান।


অজয় নদীতে আজি দারুণ প্লাবন,
মাতিয়া ছুটিয়া চলে প্রবল গর্জন।
অজয় নদীতে বান কানায় কানায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।