অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অজয়ের পারে,
নদীঘাটে হাট বসে প্রতি রবিবারে।
সব্জির দোকান কত লোকজন মেলা,
সব কিছু বেচাকেনা চলে সারাবেলা।


গাঁয়ের অজয় নদী কুলু কুলু বয়,
সারাদিন হাঁটুজলে যাত্রী পার হয়।
দূর হতে গরুগাড়ি নদীঘাটে থামে,
বেনারসী শাড়ি পরে নববধূ নামে।


নদীচরে খেলা করে শালিকের দল,
গাঁয়ের বধূরা সব নিতে আসে জল।
কলসীতে জল নিয়ে মেঠোপথ ধরে,
নদীঘাটে স্নান সেরে চলে নিজ ঘরে।


সারাদিন বিক্রেতারা বেচাকেনা করে,
হাট ভেঙে যায় বেলা পাঁচটার পরে।
অজয় নদীর ঘাটে নামিল আঁধার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।