অজয় নদীর ঘাট..... রবিবারে বসে হাট
অজয় নদীর কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অজয় নদীর জল বহে কল কল,
কুলু কুলু সদা নদী বহে অবিরল।
পূবের গগনে রবি দিতেছে কিরণ,
তরুশাখে পাখিদের মধুর মিলন।


সরু গলিপথ ধরে আসে যত বধূ,
সকলের পরিধানে রাঙাশাড়ি শুধু।
জল নিতে আসে বধূ রাঙাপথ ধরে,
সোনালী কিরণ ঝরে অজয়ের চরে।


নদীচরে শালিকেরা করে কোলাহল,
পার হয়ে যায় জলে যাত্রীদের দল।
নদীবাঁকে শালবনে মাদল বাজায়,
শালবনে বাঁশিসুরে কারা গান গায়।


নদীঘাটে সন্ধ্যা নামে দিবা অবসানে,
নদীতীর ভরে উঠে পাখিদের গানে।
অন্ধকার আসে নেমে বাঁশবন দূরে।
লিখিল লক্ষ্মণ কবি কবিতার সুরে।