আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ঝরে মাঠঘাট জলে ভরে
বৃষ্টি পড়ে মুষল ধারায়,
বারি ঝরে সারাদিন রিমিঝিমি রিমঝিম
পথঘাট সব ডুবে যায়।


কালো আকাশের গায় সৌদামিনী চমকায়
গুরু গুরু মেঘের গর্জন,
অবিরাম বৃষ্টি পড়ে গাছ ভেঙে পড়ে ঝরে
দিবারাতি প্রবল বর্ষন।


চাষী চাষ করে মাঠে সারাদিন বেলা কাটে
জলে ভিজে লাঙল চালায়,
পথে এক হাঁটুজল জল বহে অবিরল
পথ চলা হলো ভারি দায়।


নদীতে প্রবল ঢেউ কূলে দেখি নাই কেউ
তরী বেঁধে চলে গেছে মাঝি,
কহে কবি শ্রীলক্ষ্মণ দিবারাতি বরিষণ
লিখে কবি কবিতায় আজি।