আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল ঝরে জমে মেঘ কালো করে
বৃষ্টিধারা ঝরে অবিশ্রাম,
জলে ভরে গেছে মাঠ ডুবে গেছে পথঘাট
নদীজলে ভাসে সারা গ্রাম।


জলে জলে জলাময় ভরে গেছে জলাশয়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
গাঁয়ের পথের বাঁকে জলাশয়ে ব্যাঙ ডাকে
জলে ভিজে পথের কুকুর।


আসিল আষাঢ় মাস চাষী মাঠে করে চাষ
সারাদিন কেটে যায় বেলা,
চাষ করে ভিজে জলে ঘরে ফেরে সাঁঝ হলে
সাঙ্গ হয় দিবসের খেলা।


অজয় নদীর পারে ভাসে গ্রাম দুইধারে
ঘর ভাসে অজয়ের জলে,
লিখিল লক্ষ্মণ কবি বন্যার করুণ ছবি
কবিতায় কত কথা বলে।