আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আসিল আষাঢ় মাস চাষীসব করে চাষ
বারিধারা ঝরে অবিরাম,
কড় কড় ডাকে মেঘ বাতাসের বাড়ে বেগ
বৃষ্টি ঝরে নাহিক বিরাম।


আকাশটা কালিমাখা ঘন কালো মেঘে ঢাকা
গুরু গুরু মেঘের গর্জন,
দূরে আকাশের গায় বিদ্যুল্লতা চমকায়
আষাঢ়ে দুরন্ত বরিষণ।


বাছুরীর দেখা নাই ডাক ছাড়ে রাঙীগাই
পথ ঘাট হয়েছে পিছল,
সারাদিন সারারাত, অবিরাম বৃষ্টিপাত
বাঁধ ভাঙে গাঁয়ে ঢুকে জল।


আষাঢ় শ্রাবণ মাসে অজয়ে প্লাবন আসে
বন্ধ হয় খেয়া পারাপার,
কহে কবি শ্রীলক্ষ্মণ অবিশ্রান্ত বরিষণ
লিখে কবি কবিতায় তার।