আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আকাশে আলোর খেলা কালো মেঘেদের মেলা
বিজুলি ঝলিছে কালো মেঘে,
দুরন্ত বরিষা নামে নদীজল ঢুকে গ্রামে
সমীরণ বহিতেছে বেগে।


সারা দিনরাত ধরে অবিশ্রাম জল ঝরে
জলে ভরে গেছে খেতমাঠ,
রিম ঝিম বৃষ্টি নামে বৃষ্টি কভু নাহি থামে
পিছল হয়েছে পথঘাট।


গগনে মেঘের আড়ে গুরু গুরু ডাক ছাড়ে
বৃষ্টি পড়ে মুষল ধারায়,
গাছ ভাঙে ঘুর্ণিঝড়ে কোথা যেন বাজ পড়ে
কড় কড় শব্দ শোনা যায়।


নদীর ঘাটের কাছে তরীখানি বাঁধা আছে
ঘরে চলে গেছে মাঝিভাই,
লিখিল লক্ষ্মণ কবি বরষার জলছবি
কূলে দেখি আজি কেহ নাই।