আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


দিনরাত বৃষ্টি ঝরে টুপুর টাপুর করে
পথে জমে একহাঁটু জল,
কভু ঝরে ঝিরি ঝিরি কভু জোরে নামে বারি
অবিরাম ঝরিছে বাদল।


বৃষ্টি পড়ে মেঘ ডাকে পাখি ভিজে তরুশাখে
জলে ভিজে চাষী যায় মাঠে,
জলে ভিজে চাষ করে সাঁঝ হলে ফেরে ঘরে
সারাদিন মাঠে বেলা কাটে।


নয়ন দিঘির পাড়ে দেখি তালগাছ আড়ে
জলে ভিজে বাছুরী ও গাই,
বর্ষায় বাহির হলে ছাতা নিয়ে লোক চলে
বৃষ্টিতে ভিজে রাখাল ভাই।


অজয়ের জলধারা বহিছে্ পাগল পারা
দুকূ্ল ছাপিয়া বহে বান,
আষাঢ়ে বাদল নামে নদীজল ঢুকে গ্রামে
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।