আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


রিমিঝিমি রিমঝিম জল ঝরে সারাদিন
বৃষ্টি পড়ে টুপুর টাপুর,
গুরু গুরু ডাকে মেঘ বাতাসের বাড়ে বেগ
গগনে মেঘ মল্লার সুর।


আষাঢ়ের দিবসেতে চাষী চাষ করে খেতে
জলে ভিজে জমিচাষ করে,
খেতে লাঙল চালায় সারাদিন কেটে যায়
সাঁঝ হলে ফিরে নিজ ঘরে।


মাটির কলসী নিয়ে কর্দমাক্ত পথ দিয়ে
বধূ জল নিয়ে যায় ঘরে,
কাঁখেতে কলসী রাখি ঘোমটায় মুখ ঢাকি
ঘরে চলে ভিজা শাড়ি পরে।


অজয় নদীর ঘাটে সারাদিন বেলা কাটে
মাঝি করে খেয়া পারাপার,
লক্ষ্মণ ভাণ্ডারী বলে ঢেউ উঠে নদীজলে
লিখে কবি কবিতায় তার।