আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সারাদিন সারারাত বরষার ধারাপাত
রিমঝিম বৃষ্টি যবে নামে,
অবিশ্রাম বরষায় নদীবাঁধ ভেঙে যায়
নদীজল ঢুকে পড়ে গ্রামে।


জলে ভাসে গরুগাড়ি ধ্বসে পড়ে ঘরবাড়ি
প্রবল বন্যায় ভাসে গ্রাম,
চারিদিকে শুধু জল, উঠে জন কোলাহল
বারিধারা ঝরে অবিশ্রাম।


ডুবে গেছে পথঘাট, দেখা নাহি যায় মাঠ
চারিদিক জলে জলাময়,
ডাল ভেঙে পড়ে ঝড়ে কোথা যেন বাজ পড়ে
কড় কড় রবে শব্দ হয়।


নদীতে প্রবল ঢেউ কূলে দেখিনাতো কেউ
শুধু শুনি জলের গর্জন,
আষাঢ় শ্রাবণ মাসে দুরন্ত প্লাবন আসে
কবিতায় লিখিল লক্ষ্মণ।