আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


টুপুর টাপুর করে সারাদিন জল ঝরে
গগনে বিজুলি চমকায়,
ডাকে মেঘ গুরু গুরু বৃষ্টিপাত হয় শুরু
বৃষ্টি পড়ে মুষল ধারায়।


পথে কত জল জমে বৃষ্টি তবু নাহি কমে
পথঘাট হয়েছে পিছল,
চাষী ভিজে মাঠে যায় মাঠেতে লাঙল বায়
চারিদিকে জল আর জল।


কাজলা দিঘির ঘাটে হাঁসেরা সাঁতার কাটে
পাড়ে দেখি ভিজে রাঙীগাই,
হাম্বা হাম্বা ডাক ছাড়ে কাজলা দিঘির পাড়ে
কাছে তার বাছুরীটি নাই।


অজয় নদীর কাছে তরীখানি বাঁধা আছে
বন্ধ আছে খেয়া পারাপার,
লিখিল লক্ষ্মণ কবি বরষার জল ছবি
ছন্দে ছন্দে কবিতায় তাঁর।