আষাঢ়ে বাদল নামে.......নদীজল ঢুকে গ্রামে
আষাঢ়ে বৃষ্টির কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গুরু গুরু ডাকে মেঘ বাড়িছে ঝড়ের বেগ
বৃষ্টি পড়ে মুষল ধারায়,
অবিরাম জল ঝরে মাঠ জলে আছে ভরে
গগনে বিজুলি চমকায়।


অবিরাম বৃষ্টি হয় ভরে গেছে জলাশয়,
ডুবে গেছে শান বাঁধা ঘাট,
চাষী মাঠে চাষ করে সন্ধ্যা হলে ফিরে ঘরে
জলে থই থই করে মাঠ।


পথে এক হাঁটু জল বয়ে চলে অবিরল
গবাদি পশুরা হয় পার,
উঠানেতে ঢুকে জল ব্যাঙেদের কোলাহল
হাঁসগুলি কাটিছে সাঁতার।


আষাঢ় শ্রাবণ মাসে অজয়ে প্লাবন আসে
নদীজলে গম্ভীর গর্জন,
অজয়ের দুই পাড়ে ঘরবাড়ি ধ্বসে পড়ে
কবিতায় লিখিল লক্ষ্মণ।