আমবাগানের উপর দিয়ে
অরুণ সূর্য হাসে ঐ,
ভোরের হাওয়ায় বনে বনে
ফলের গন্ধ ভাসে ঐ।


ফুলের বনে ফুল ফুটেছে
প্রভাত পাখি গায়,
দুটি কাকে কা কা ডাকে
বাড়ির বারান্দায়।


ময়না চড়ুই বেড়ায় উড়ে
বাড়ির আঙিনাতে,
রাখাল গরুপাল নিয়ে যায়
বাঁশের বাঁশি হাতে।


বেড়ার ধারে আমগাছটায়
ধরেছে কত আম,
খেজুরগাছে ধরেছে খেজুর
জামগাছেতে জাম।


নয়ন দিঘির শীতল জলে
ফোটে সোনার কমল,
মাঠে মাঠে লাঙল চালায়
গাঁয়ের কিষাণ দল।


অজয় নদীর ঘাটের কাছে
গাছের শীতল ছায়ায়,
গাঁয়ের বাউল মধুর সুরে
একতারাটি বাজায়।


মহুল বনে মহুল তলায়
বাঁশের বাঁশি বাজে,
বনের ধারে সারে সারে
সাঁওতালিরা নাচে।


দিনের শেষে বেলা ডোবে
সূর্য অস্তাচলে যায়,
লুকায় তপন বনের ধারে
আঁধার নামে গাঁয়।