আমার গাঁয়ের মাটি.....  পবিত্র বিশুদ্ধ খাঁটি
আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি বিশুদ্ধ পবিত্র খাঁটি
এই গাঁয়ে আছে স্নেহছায়া,
রাঙাপথে তরুশাখে কিচিমিচি পাখি ডাকে
আছে মমতা মাখানো মায়া।


গাঁয়ে আছে আমবন জামবন তালবন
রাঙাপথে চলে গরুগাড়ি,
নয়ন দিঘির ঘাট ছাড়িয়া পূবের মাঠ
সোজা নদীঘাটে দেয় পাড়ি।


নয়ন দিঘির ঘাটে ছেলেরা সাঁতার কাটে
তেল মেখে ডুব দেয় জলে,
বধূসব স্নান করে কলসীতে জল ভরে
জল নিয়ে রাঙাপথে চলে।


অজয় নদীর ঘাটে তপন বসিল পাটে
পাখিসব নীড়ে ফিরে যায়,
গগনেতে চাঁদ উঠে অসংখ্য তারা ফুটে
লিখিল লক্ষ্মণ কবিতায়।