গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি শোভা মনোহর,
সবুজ ছায়ায় ঘেরা ছোট ছোট ঘর।
মাটির পাঁচিলে ঘেরা বাড়ির উঠান,
তরুশাখে পাখিদের শুনি কলতান।


রাঙাপথে দুইধারে খেজুরের সারি,
কোথাওবা সেইগাছে বাঁধে কেহ হাঁড়ি।
রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাটে থামে গাড়ি রাঙাপথ ছাড়ি।


অজয়ের নদীঘাটে যাত্রীদের ভিড়,
কোলাহলে ভরে উঠে অজয়ের তীর।
গাঁয়ের বধূরা সব আসে জল নিতে,
জল নিয়ে বধূ সব চলে রাঙাপথে।


আমার গাঁয়ের মাটি সুখ স্বর্গ ধাম,
মাটিমাকে বার বার জানাই প্রণাম।
গাঁয়ের মাটিতে পাই স্নেহ ভালবাসা,
লিখিল লক্ষ্মণকবি মনে জাগে আশা।