গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শীতল তরুর ছায়ে আমাদের গ্রাম,
মোর জন্মভূমি মাটি সুখ শান্তিধাম।
উত্তর অজয় নদী বহিছে সতত,
দক্ষিণেতে দামোদর বহে অবিরত।


সকালে সোনার রবি উঠে পূর্বাকাশে,
নিশির শিশির ঝরে উঠানের ঘাসে।
ফুল শাখে ফুল কলি সকলি ফুটিল।
মধুলোভে অলিদল আসিয়া জুটিল।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাটে এসে থামে রাঙাপথ ছাড়ি।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
গাছে গাছে পাখিসব করে কোলাহল।


রাঙাপথে বামপাশে চাঁপাডাঙা মাঠ,
গ্রাম সীমানায় আছে অজয়ের ঘাট।
অজয় নদীর ঘাটে বহে সমীরণ,
গাঁয়ের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।