গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মানুষ সব আমার আপন,
একসাথে গাঁয়ে বাস করি সর্বজন।
সুখেদুখে থাকি পাশে সবাই সবার,
গ্রামবাসী সকলেই মোর আপনার।


গাঁয়ে আছে ছোট ঘর সরু গলিপথে,
জল নিয়ে আসে বধূ নদীঘাট হতে।
তরুশাখে পাখি সব করিছে কুজন,
রাখালের বাঁশি শুনে ভরে উঠে মন।


গাঁয়ে আছে ছোটদিঘি কালো তার জল,
হাঁসগুলি জলে ভাসে, করে কোলাহল।
জাল ফেলে মাছ ধরে গাঁয়ের জেলেরা,
দুপুরে সাঁতার কাটে পাড়ার ছেলেরা।


অজয়ের নদীঘাট গ্রাম সীমানায়,
রাঙাপথে সারাদিন গরুগাড়ি ধায়।
অজয় নদীর ঘাট সন্ধ্যায় নির্জন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।