গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
তরুশাখে পাখিসব গাহে সুরে গান।
ফুলশাখে ফুলকলি সকলি ফুটিল,
পূরব গগনে রবি প্রভাতে উদিল।


সোনাদিঘি পাশ দিয়ে পথ গেছে চলে,
রাঙাপথে পথিকেরা আসে দলে দলে।
রাখাল বাজায় বাঁশি তরুর ছায়ায়,
স্নান করে জল নিয়ে বধূ ঘরে যায়।


আমার গাঁয়ের পাশে অজয় তটিনী,
কুলু কুলু বয়ে চলে দিবস যামিনী।
গরু মোষ পার হয় এক হাঁটু জলে,
নদীঘাট ভরে উঠে জন কোলাহলে।


সাঁঝের আঁধার নামে বাঁশবন বাঁয়ে,
প্রতি ঘরে জ্বলে দীপ আমাদের গাঁয়ে।
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।