গাঁয়ের মানুষ আমার আপন........গাঁয়ের মাটি আমার মা
আমার গাঁয়ের সবুজ কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অজয়ের পারে,
সারি সারি তালগাছ পথের দুধারে।
আম কাঁঠালের বনে গাছে পাখি ডাকে,
শিমূল পলাশ বন রাঙা পথ বাঁকে।


ছোট এক দিঘি আছে গাঁয়েতে আমার,
পাড়ে তার সারি সারি গাছ চারিধার।
কালো জলে বুনো হাঁস সারাদিন চরে,
জল হতে উঠে আসে সাঁঝ হলে পরে।


অজয়ের নদীচরে আসে যাত্রীদল,
সারাদিন নদীঘাটে জন কোলাহল।
গাঁয়ের বধূরা সব জল নিয়ে যায়,
পশ্চিমে অরুণরবি আলোক লুকায়।


লক্ষ লক্ষ তারা ফুটে চাঁদ উঠে দূরে,
বাজায় মাদল কারা বাজে বাঁশি সুরে।
মাদলের তালে মেতে উঠে শালবন,
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।