গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি সুখ স্বর্গধাম,
মাটিমাকে বারবার জানাই প্রণাম।
গাঁয়ের মাটিতে পাই সুখের ঠিকানা,
এমন সুন্দর গ্রাম কোথাও পাবে না।


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
দুইধারে তরুশাখে পাখিদের গান।
গাঁয়ে আছে ছোটদিঘি সুশীতল জল,
পানকৌড়ি জলে ডুব দেয় অবিরল।


গাঁয়ের বধূরা সব রাঙা শাড়ি পরে,
কলসীতে জল নিয়ে চলে নিজ ঘরে।
সরু অলি গলিপথে বাঁশবন বাঁয়ে,
ছোট এক নদী আছে আমাদের গাঁয়ে।


অজয়ের নদীতট অতি সুশীতল,
নদীজলে পারাপার করে যাত্রীদল।
অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।