গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছোট গাঁয়ে ছোট ঘর মাটির উঠান,
তরুশাখে শুনি হেথা পাখিদের গান।
উদিল অরুণ রবি সোনার বরণ,
মন্দগতি বয়ে চলে মলয় পবন।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাট পার হয় রাঙাপথ ছাড়ি।
আমবন তালবন খেজুরের বন,
পাখিসব গীত গায় ভরে উঠে মন।


গাঁয়ে আছে ছোট দিঘি কালো তার জল,
জলে ভাসে রাজহাঁস করে কোলাহল।
দিঘিজলে মাছ ধরে গাঁয়ের জেলেরা,
দিঘিতে সাঁতার কাটে পাড়ার ছেলেরা।


অজয়ের নদীঘাট গ্রাম হতে দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
নদীঘাটে সন্ধ্যা নামে নামে অন্ধকার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তাঁর।