গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গ্রামে আছে সুখশান্তি আর ভালোবাসা,
এই গ্রামে জাগে মোর নব নব আশা,
নিবাস পাথরচুড় গ্রামটির নাম,
এই গ্রাম আমাদের পূণ্য পিতৃধাম।


গ্রামে আছে ছোট ঘর জল ভরা দিঘি,
রবির কিরণে জল করে ঝিকিমিকি।
পাড়ে তার তালগাছ দিঘি কালোজল,
হাঁসগুলি জলে ভাসে করে কোলাহল।


রাঙাপথ ধরে রোজ চলে গরুগাড়ি,
নদী ঘাটে এসে থামে নদীঘাট ছাড়ি।
অজয়ের নদী ঘাট ভারি সুশীতল,
পার হয়ে যায় গাড়ি যাত্রীরা সকল।


জ্বলে দ্বীপ সন্ধ্যা আসে নামে অন্ধকার,
দূর গ্রামে ভেসে আসে শঙ্খের ঝংকার
দূরে কোথা বাজে বাঁশি সুর শোনা যায়,
লিখিল লক্ষ্মণ কবি  তার কবিতায়।