গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গাছের ছায়ায় ঘেরা ছোট ছোট ঘর,
মাটিতে নিকানো ঘর অতি মনোহর।
মাটির উঠানে নাচে পায়রার দল,
গাছে গাছে পাখিসব করে কোলাহল।


আমবন জামবন তালবন গাঁয়ে,
খেজুর গাছের সারি রাঙাপথ বাঁয়ে।
প্রভাত পাখিরা গায় তরুর শাখায়,
কলসীতে জল নিয়ে বধূ ঘরে যায়।


গাঁয়ের নয়ন দিঘি কালো জল তার,
দিঘিজলে হাঁসগুলি কাটিছে সাঁতার।
পাড়ে তার সারি সারি আছে তালগাছ,
ছেলেরা গামছা বেয়ে ধরে পুঁটিমাছ।


অজয় নদীর ঘাট গ্রাম সীমানায়,
দলে দলে যাত্রীসব পার হয়ে যায়।
দিবসের অবসানে রবি বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।