গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি পূণ্য পিতৃধাম,
মাটি মাকে তাই আমি জানাই প্রণাম।
আমাদের গাঁয়ে আছে মাটির কুটির,
গ্রাম সীমানায় আছে অজয়ের তীর।


রাঙাপথ চলে গেছে গ্রাম হতে দূরে,
রাখাল বাজায় বাঁশি রাখালিয়া সুরে।
দুইধারে মাঠে মাঠে চাষী ধান কাটে,
রাঙাপথ গেছে চলে সোজা নদীঘাটে।


এ গাঁয়ের মাঝখানে আছে সরোবর,
হাঁসগুলি কোলাহল করে নিরন্তর।
সরোবরে বিকশিত কুমুদ কমল,
মধুলোভে আসে তথা যত অলিদল।


বেলা পড়ে আসে যবে অজয়ের ঘাটে,
পশ্চিমের পানে দেখি সূর্য বসে পাটে।
সোনালি কিরণ ঝরে অজয়ের চরে,
লিখিল লক্ষ্মণ কবি কবিতার পরে।