গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি অতি মনোহর,
সবুজের ছায়ে আছে ছোট ছোট ঘর।
আম কাঁঠালের বন গ্রাম সীমানায়,
সবুজ তরুর শাখে পাখি গীত গায়।


ছোট এক দিঘি আছে আমাদের গাঁয়ে,
পাড়ে তার তালগাছ ধান খেত বাঁয়ে।
সবুজ ধানের খেতে ডাকে ফিঙে পাখি,
পূবেতে অরুণ হাসে লাল রং মাখি।


রাঙাপথে দুইপাশে আমগাছ সারি,
মাঝে মাঝে তালগাছ খেজুর সুপারি।
রাঙাপথে রাঙাবধূ রাঙাশাড়ি পরে,
কলসীতে জল নিয়ে চলে নিজ ঘরে।


নদীধারে ধানমাঠে চাষী কাটে ধান,
সারাদিন ধান কাটে গেয়ে সুরে গান।
আমার গাঁয়ের মাটি মায়ের সমান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।