গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের গ্রামখানি সুখের আগার,
এই মাটিতে হয়েছে জনম আমার।
গাঁ আমার মা আমার সুখ শান্তিধাম,
মাটিমাকে বার বার জানাই প্রণাম।


তরুশাখে পাখিদের শুনি কলতান,
দুইধারে তালবন আমের বাগান।
আমবনে কোকিলের শুনি কুহুতান,
কোকিলের কুহুতানে ভরে মনপ্রাণ।


রাঙাপথ গেছে চলে অজয়ের ঘাট,
প্রতি রবিবারে সেথা বসে এক হাট।
সারাদিন বেচাকেনা সন্ধ্যা হলে পরে,
হাটুরেরা সকলেই ফিরে যায় ঘরে।


পূর্ণিমার চাঁদ উঠে সাঁঝের আকাশে,
সারাটি আকাশ জুড়ে্ তারামালা হাসে।
রাত কাটে ভোর হয় পাখি গীত গায়,
লিখিল লক্ষ্মণ কবি ছন্দে কবিতায়।