গাঁ আমার মাটি আমার...... গাঁয়ের মাটি সুখের স্বর্গধাম
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোটগাঁয়ে মাটিলেপা ঘর,
দূরে ওই দেখা যায় অজয়ের চর।
আম কাঁঠালের বন গাঁয়ে চারিধারে,
আমাদের গ্রামখানি অজয়ের পারে।


রাঙাপথে দুইধারে খেজুরের গাছে,
খেজুরের গাছে দেখি হাঁড়ি বাঁধা আছে।
সারা গ্রামখানি জুড়ে সবুজের মাঠ,
রাঙাপথ চলে গেছে সোজা নদীঘাট।


সকালে সোনার রবি উঠে পূর্বাকাশে,
নিশির শিশির ঝরে উঠানের ঘাসে।
প্রভাত সময় কালে বহিছে অনিল,
ফুল শাখে ফুল কলি সকলি ফুটিল।


রাঙাপথে সারি সারি চলে গরুগাড়ি,
নদীঘাটে এসে থামে রাঙাপথ ছাড়ি।
বধূরা কলসী কাঁখে নিয়ে যায় জল,
গাছে গাছে পাখিসব করে কোলাহল।


অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
বেলা ডুবে সাঙ্গ হয় দিবসের খেলা।
পূর্ণিমার চাঁদ উঠে আকাশের গায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।