আমার গাঁয়ের মাটি....... পবিত্র বিশুদ্ধ খাঁটি
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


আমাদের ছোট গাঁয়ে সবুজ গাছের ছায়ে
খড়ো চাল মাটির কুটির,
মাটিতে নিকানো ঘর অপরূপ মনোহর
উঠানেতে মাটির প্রাচীর।


পূবেতে উদিল রবি অপরূপ লাল ছবি
সোনারবি ছড়ায় কিরণ,
ফুটিল সকল কলি ধেয়ে আসে যত অলি
ফুলে মধু করে আহরণ।


কাজল দিঘির জল রোদে করে ঝলমল
হাঁসগুলি কাটিছে সাঁতার,
হাঁসগুলি ভেসে যায় গুগলি শামুক খায়
জলে ডুব দেয় বারেবার।


নদীর ঘাটের কাছে গাছে গাছে পাখি নাচে
আপন বেগেতে নদী বয়,
লক্ষ্মণ কবির কথা না হয় কভু অন্যথা
কবির কবিতা মনে হয়।