আষাঢ়ে বাদল নামে ....... বৃষ্টি পড়ে মুষলধারে
আমার বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


গগনে ডাকিছে মেঘ সৌদামিনী হাসে,
অজয়ের প্লাবনেতে ঘর বাড়ি ভাসে।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে অবিরাম,
বাঁধ ভেঙে জল ঢুকে ভাসে গোটা গ্রাম।


আঁকাবাঁকা গলিপথে জমে আছে জল,
দিঘিঘাটে হাঁসগুলি করে কোলাহল।
জলে ভিজে চাষীভাই মাঠে চাষ করে,
সারাদিন চাষ করে সাঁঝে ফিরে ঘরে।


রিম ঝিম বৃষ্টি পড়ে মুষল ধারায়,
নদীনালা খালবিল জলে ভরে যায়।
গাঁয়ের পথের বাঁকে জল জমে থাকে,
কাদাজলে ব্যাঙগুলি সুর করে ডাকে।


অজয় নদীর ঘাটে কেহ নাহি আজি,
নদীকূলে তরী বাঁধি গেছে চলে মাঝি।
আষাঢ়ে বাদল নামে নদীতে প্লাবন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।