গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সারাদিন বারি ঝরে কালোমেঘ থেকে,
গুরু গুরু কড় কড় মেঘ উঠে ডেকে।
মুষল ধারায় বৃষ্টি ঝরে অবিরাম,
দিন রাত বারি ঝরে নাহিক বিরাম।


চারিদিক জলময় মাঠে বহে জল,
কাদাজলে পথঘাট হয়েছে পিছল।
নয়ন দিঘির ঘাটে বধূ স্নান করে,
স্নান হলে নববধূ আসে নিজ ঘরে।


জলে ভিজে শিশুগুলি বিদ্যালয়ে যায়,
কেহবা কচুর পাতা রেখেছে মাথায়।
জলে ভিজে চাষীসব কাদাপথে হাঁটে,
সারাদিন জলে ভিজে চাষ করে মাঠে।


অজয় নদীতে বান কানায় কানায়,
নদীজলে ঘরবাড়ি সব ভেসে যায়।
একূল ওকূল ভাঙে দুকূল ভাসায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।