গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


নামিল বাদল ধারা আষাঢ়ের মাসে,
বিজুলি চমকি উঠে দূরের আকাশে।
ঘন ঘন ডাকে মেঘ কড় কড় রবে,
মাঠে মাঠে করে চাষ চাষীগণ সবে।


রিমি ঝিমি রিম ঝিম ঝরিছে বাদল,
কাদাজলে ভেকগুলি করে কোলাহল।
নদীনালা খাল বিল ভরে গেছে জলে,
জলে ভিজে হাঁসগুলি গুটি সুটি চলে।


পথেঘাটে জল জমে চলা ভারি দায়,
অঝোরে ঝরিছে বারি মুষল ধারায়।
ঘোমটায় মুখ ঢাকি রাঙা শাড়ি পরে,
জলে ভিজে জল নিয়ে চলে বধূ ঘরে।


অজয় নদীর জলে ভাসে বাড়িঘর,
নদীতে প্রবল ঢেউ, ধারা খরতর।
একূল ওকূল ভাসে নদে এল বান,
কবিতা লিখিল কবি লক্ষ্মণ শ্রীমান।