গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


সারাদিন বৃষ্টি ঝরে অঝোর ধারায়,
খালবিল নদীনালা জলে ভরে যায়।
আষাঢ়ে বাদল নামে দিঘি জলে ভরে,
জলে ভিজে হাঁসগুলি কোলাহল করে।


টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরাম,
রিমিঝিমি রিমঝিম নাহিক বিরাম।
পথেঘাটে জল জমে চলা ভারি দায়,
অঝোরে ঝরিছে বারি মুষল ধারায়।


বৃষ্টি পড়ে পথ ঘাট হয়েছে পিছল,
জলাশয়ে ব্যাঙগুলি ডাকে অবিরল।
মাথায় বাঁশের ছাতি চাষী চলে মাঠে,
জলে ভিজে মাঝিভাই চলে খেয়াঘাটে।


কালিমাখা গগনেতে হাসে সৌদামিনী,
মাতিয়া ছুটিয়া চলে অজয় তটিনী।
নদীতে প্রবল ঢেউ দারুণ তুফান,
বরিষার কাব্য লিখে লক্ষ্মণ শ্রীমান।