গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


বৃষ্টি পড়ে জল ঝরে সারাদিন ধরে,
নয়ন দিঘির ঘাট জলে আছে ভরে।
অঝোর ধারায় বৃষ্টি ঝরে অবিশ্রাম,
প্রবল বর্ষণে আজি ভেসে যায় গ্রাম।


বিজুলি ঝলিছে দূরে আকাশের গায়,
গুরুগুরু ডাকে মেঘ রব শোনা যায়।
রিমি ঝিমি রিম ঝিম ঝরে অবিরাম,
সারাদিন জল ঝরে নাহিক বিরাম।


চাষীসব ভিজে জলে করে ধানচাষ,
প্রবল বর্ষণে জোরে বহিছে বাতাস।
ভাঙিছে নদীর বাঁধ গাঁয়ে জল ঢুকে,
ধ্বসে পড়ে বাড়িঘর ডর লাগে বুকে।


প্রবল বর্ষণে আজি ফুঁসিছে অজয়,
নদীজলে ঢেউ উঠে লাগে বড় ভয়।
আষাঢ়ে বরিষা নামে মুষল ধারায়,
লিখিল লক্ষ্মণ কাব্য তার কবিতায়।