গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


অবিশ্রাম বারি ঝরে ঘন কালো মেঘে,
পথে ঘাটে জলধারা বহিছে সবেগে।
মাথায় ছাতাটি ধরি হরিহর রায়,
জলকাদা পথ দিয়ে বিদ্যালয়ে যায়।


রাঙা পাড় শাড়ি পরা বধূ এক ভিজে,
কলসীতে জল ভরে ঘরে চলে নিজে।
ভিজে ভিজে রাখালেরা গরুপাল নিয়ে,
ফিরে আসে নিজ ঘরে রাঙাপথ দিয়ে।


আকাশের বুক চিরে ঝলিছে বিজুলি,
ঝড়ে দেখি তরুশাখা উঠিতেছে দুলি।
ভেঙে গেছে নদীবাঁধ গাঁয়ে ঢুকে জল,
জল ঢুকে পথ ঘাট হয়েছে পিছল।


উঠিছে প্রবল ঢেউ অজয়ের জলে,
তরীখানি ঘাটে বাঁধি মাঝি গেছে চলে।
আষাঢ়ে বাদল নামে মেঘের গর্জন,
আষাঢ়ের কাব্য কবি লিখিল লক্ষ্মণ।