গগনে গরজে মেঘ..... আষাঢ়ে বাদল নামে
আমার বর্ষার কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


মুষলধারায় বৃষ্টি ঝরে অবিরাম,
আষাঢ়ে বাদল নামে ভেসে যায় গ্রাম।
ঘন ঘন ডাকে মেঘ অম্বরে অম্বরে,
নদী নালা খাল বিল জলে যায় ভরে।


ঘন কালো মেঘে দেখি ছেয়েছে আকাশ,
বিজলী ঝলিছে মেঘে বহিছে বাতাস।
পুকুরের পাড়ে আজি ভিজে রাঙীগাই,
হাম্বা হাম্বা ডাক ছাড়ে বাছুরীটি নাই।


গাঁয়ের কৃষক ভাই চাষ করে মাঠে,
হাঁসগুলি বসে ভিজে পুকুরের ঘাটে।
মেঘ ডাকে ব্যাঙগুলি করে কোলাহল,
সারাদিন রিমঝিম ঝরিছে বাদল।


অজয় প্রবল বান নদী উঠে ফুলে,
পারাপার বন্ধ আজি কেহ নাহি কূলে।
আষাঢ়ে বাদল ঝরে প্রবল বর্ষণ,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।